Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

ইসলামিক ফাউন্ডেশনের সেবা মূলক কার্যক্রম পরিচালনা

 

০১।   জাতীয় ধর্মীয় ও গুরুত্বপূর্ন দিবস পালনঃ  (স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও

       শহীদ দিবস, মে দিবস,জাতীয় শোক দিবস,আন্তর্জাতিক স্বক্ষরতা দিবস ইত্যাদি) উদযাপন উপলক্ষে    

       আলোচনা সভা, সেমিনার,সিম্পোজিয়াম বাস্তবায়ন করা হয়।

 

০২।   মসজিদ ভিত্তিক পাঠাগার স্থাপন ও রক্ষণাবেক্ষণঃ উপজেলা ও জেলার মসজিদ সমূহে বিনামূল্যে পুস্তক

         সরবরাহের মাধ্যমে মসজিদ পাঠাগার স্থাপন করা হয়।

 

০৩।   শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতাঃ শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি ইসলামী জ্ঞান

        বৃদ্ধির লক্ষ্যেপ্রতিযোগিতা বাস্তবায়ন করা হয়।

 

০৪।   জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতাঃ সকল উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে,বিভাগীয় পর্যায়ে,

        ও জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করা হয়।

 

০৫।   জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতাঃ সকল উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে,বিভাগীয় পর্যায়ে,

        জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করা হয়।

 

০৬।   বই বিক্রয় বিভাগ পরিচালনাঃ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কোরআন, হাদীস,তাফসীর,জীবনীমূলক

        গ্রন্থ,ইতিহাস গ্রন্থ ও অন্যান্য ধর্মীয় পুস্তক বিক্রয়ের জন্য জেলা সদরে বিক্রয় কেন্দ্র পরিচালনা করা  হচ্ছে।

 

০৭।    জেলা চাঁদ দেখা কমিটির (চন্দ্রমাস ভিত্তিক) সভাঃ জেলা চাঁদ দেখা কমিটির সদস্যদের নিয়ে চাঁদ

         দেখা ও সভা শেষে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির নিকট প্রতিবেদন প্রেরণ।

 

০৮।    সরকারি যাকাত তহবিলে যাকাতের অর্থ সংগ্রহঃ জেলা যাকাত কমিটির মাধ্যমে আদায়কৃত অর্থ হতে

         কর্ম উপযোগী বস্তু ক্রয় করে  জেলার গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের  মধ্যে বন্টন করা হয়।

 

০৯।     সরকারি ব্যবস্থাপনায় হজ্জ যাত্রী সংগ্রহ ও হজ্জ প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

১০।     ইমাম প্রশিক্ষণ কার্যক্রমঃ ইমাম প্রশিক্ষণ একাডেমী কর্তৃক পরিচালিত নিয়মিত ৪৫ দিন ব্যাপী,

          রিফ্রেসার্স ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণের জন্য জেলা ইমাম বাছাই কমিটির মাধ্যমে ইমাম বাছাই করে

          প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করা হয়।

 

১১।    ইমাম সম্মেলন বাস্তবায়নঃ জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সাথে যোগাযোগ করে তাদের কাজের

         মূল্যায়নের জন্য জেলা ইমাম সম্মেলনের মাধ্যমে তিনজন শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়।

                                

১২।    শ্রেষ্ঠ খামারী ইমাম নির্বাচনঃ প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মধ্য হতে শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী জেলা পর্যায়ে

         একজন ইমাম নির্বাচন করা হয়।

 

১৩।    ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট কার্যক্রমঃ উপজেলা ও জেলা পর্যায়ে ইমামদেরকে সুদমুক্ত ঋণ ও

          আর্থিক সাহায্য প্রদান করা হয়।

 

১৪।   মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ কার্যক্রমঃ পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

                                               

১৫।  মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমঃ উপজেলা ভিত্তিক মডেল রিসোর্স সেন্টার - ০৫ টি

                                                             উপজেলা ভিত্তিক সাধারণ রিসোর্স সেন্টার -১৭ টি

                                                             উপজেলা ভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র -২১৫টি

                                                             উপজেলা ভিত্তিক সহজ কোরআন শিক্ষা কেন্দ্র -২৫৭ টি

                                                             উপজেলা ভিত্তিক বয়স্ক শিক্ষা কেন্দ্র           -  ১২ টি

                                                             সর্বমোট জেলায় ৪৮৪ টি শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে।

 

 

১৬।   মডেল রিসোর্স সেন্টার পরিচালনাঃ  সকল উপজেলা সদরে মডেল রিসোর্স সেন্টার কাম উপজেলা

        সাব অফিস পরিচালিত হচ্ছে।

 

১৭।   সাধারণ রিসোর্স সেন্টার পরিচালনাঃ জেলার ১৭টি গুরুত্বপূর্ন বাজারে সাধারণ রিসোর্স সেন্টার কাম

        লাইব্রেরী পরিচালিত হচ্ছে।

 

১৮।   জেলা কারাগারে ধর্মীয় শিক্ষা কার্যক্রমঃ হাজতীদের আত্মসুদ্ধির জন্য বয়স্ক শিক্ষা কেন্দ্র, সহজ

        পদ্ধতিতে কোরআন শিক্ষা,কেন্দ্র ও শিক্ষা কাম লাইব্রেরী পরিচালনা হচ্ছে।

 

১৯।    জেলা কার্যালয়ে  লাইব্রেরী পরিচালিত হচ্ছে।

 

২০।    সরকারের যাবতীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অংশগ্রহণঃ উপজেলা ও জেলা প্রশাসনের সাথে

         সহযোগিতা, জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভা ও অন্যান্য সভায় যোগদান।